আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। মৃত্যুর আগ পর্যন্ত এক সাথে থাকার জন্য একে অপরের প্রতি যে ভালোবাসা কাজ করে,সে শুদ্ধতম অনুভূতির যত্ন নিতে হবে। দুনিয়ার ব্যস্ততা এক পাশে রেখে নিজের মানুষটাকে সময় দিতে হবে।কারন,ভালোবাসা এমন এক জিনিস যা সৌন্দর্য,টাকা,ক্ষমতা প্রয়োগ করে শেষ পর্যন্ত ধরে রাখা যায় না।