ভাই ফায়ার কয়েন লাগলে VPN দিয়া বিদেশিদের এইসব লেইম প্রশ্ন করেন 🙄। আমি কারে লাস্ট বলছি এইসব কথা পাবলিক প্লেসে কেন বলবো? ইউনিক প্রশ্ন যদি না করতে পারেন আমার এইখানে এইসব লেইম প্রশ্ন করে শুধু শুধু প্রশ্নের পাহাড় জমাইয়েন না। অনেক ভালো ভালো প্রশ্নের-ও উত্তর দেই না অনেক সময় 🙄।
২০১৪/১৫ সালের দিক আস্কে একজন মজার মানুষ ছিলেন। আসল নাম জানিনা কিন্তু আস্কে নাম ছিল "Ah Ah Bepari" তখন শাউট আউট কিংবা র্যাংকিন সিস্টেম ছিল না। মানুষের প্রোফাইল ঘেটে বের করছিলাম। উনি অনেক মজার মানুষ ছিলেন। এখনো আছেন কিন্তু আমার অনলাইন দুনিয়া থেকে হারায় গিয়েছেন। এইরকম আরো কিছু ভাই আপু আছেন যারা কেমনে কেমনে জানি হারায় গিয়েছেন চোখের পলকে। আমিও বলতে গেলে আস্কে বসি না তেমন। যখন বসতাম ৪/৫ বছর আগে তখন নেশা ছিল এই আস্ক এফ এম। ২/১ জন ভাইয়ের সাথে ফেসবুকে এড আছি যদিও কিন্তু কোনোদিন চ্যাট হয় নাই। হবার মতন কোনো পরিস্থিতি হয় নাই অথবা আমরা বেশি ব্যস্ত বাস্তব দুনিয়াতে। যাই হোক প্রশ্নটা দেখে আমি সবার আগে স্ক্রল ডাউন করে পুরাতন প্রশ্ন-উত্তর দেখলাম এরপর এইখানে রিপ্লাই দিলাম। অবাক হইলাম এই আস্ক এফ এম এর মালিকানা বদলানোর পর অনেক কিছুই বদলায় গেছে৷ যেমন গিফট সিস্টেম। আমাকে কেউ একজন আমার বার্থডে এর দিন গিফট স্টিকার দিয়েছিলেন। জানিনা কে দিয়েছিলেন। বাট এই গিফট ডলার দিয়ে কিনে দেওয়া লাগতো। এখন আর সেই সিস্টেম নাই। তাছাড়া ৬ বছর আগের রিপ্লাই দেখি more than 6 months লেখা যেটা দেখে ভালো লাগলো না। exact year দিলে ভালো হইত। দুঃখিত বাড়তি কথা বলার জন্য।
Saying “I can change myself” is just admitting defeat in order to adapt to this cold cruel world, so that you can be its slave. It’s no more than a basis for deceiving yourself and decorating it with pretty words
If wishes could be granted, if desires could be fulfilled, then I wouldn't wish or desire for anything after all. The things you're handed on a silver platter are never genuine, and never everlasting. And that is why I'll always keep searching
আমাদের সমাজে বুলিং খুব বাজে একটা জিনিস। সময় চলে যায় কিন্তু সেই যন্ত্রনা গুলো মনে থেকে যায়। আজ ও মনে আছে ক্লাসে কিছু মেয়ে কি বাজে ভাবে বুলিং করেছিল। আজেবাজে মেসেজ পাঠাত, বয়কট করত, হাসাহাসি করত। আমার আচরন, লুক, ড্রেসআপ সবকিছু নিয়ে ঠাট্টা করত। কত যে খারাপ লাগতো বলার মত না।
কিছু জিনিস মুখে বলা পর্যন্ত থেকে যায়। বুলিং, র্যাগিং এইসব অন্যতম। সবমসময় আলোচনা হয় কিন্তু কোনো সময় সমাধান হয় না। 😐
Bears are creatures that feel no insecurity in living alone. They're an animal that lives in isolation. Plus, they can hibernate. What a fabulous thing that is. If I were to be reborn, I definitely want to be a bear.
What if... And this is strictly hypothetical.. What if you could reload your save data to change your previous choice, like in a game? Would it change your life? The answer is a resounding no.
If there are things you learn with friends, there must also be things you learn without friends. They must be of equal worth, two sides of the same coin.
What is more important - to be loved or to fall in love?
If you could calculate feelings, then we’d be in a digital age by now… The remaining answer that you couldn’t calculate is what they call the feelings of people.
Everyone is a slave to their past. No matter how much you wish to move forward, the events of last year will bear down on you like the light of the stars as soon as you glance up. Unable to laugh or to banish your past, you carry it ceaselessly in a corner of your heart, waiting for it to resurrect at an inopportune moment.