@sndsuhel

S N D S U H E L

❤️ Likes
show all

What others replied to:

স্কুল জীবনে আপনার পছন্দের বিষয়টি কী ছিল ?

show all (28)

সত্যিকারের বন্ধুত্ব।
কারো মাঝে কোন complexity ছিলো না, কোন competition ছিলো না, কোন fake "তুমি আমার খুব ভালো বন্ধু, আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি" এই ভাবটা ছিলো না। সম্পর্কগুলো খুব সহজ আর সুন্দর ছিলো।
আমার বেস্ট ফ্রেন্ড আমার থেকে ২-১ নম্বর পরীক্ষায় কম পেলে সেদিন আমার ভীষণ মন খারাপ থাকতো যে ও কম পেয়েছে!
ছুটির দিনগুলো খুব বোরিং লাগতো, মনে হতো কখন স্কুল খুলবে আর আমার ওদের সাথে দেখা হবে....।
এই যে সবার সাথে ভালো বোঝাপড়া,সবার প্রতি সত্যিকারের ভালোবাসা এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দের ছিলো আর এখন দিন শেষে বন্ধু নামের কতগুলো মুখোশধারী লোকজনকে দেখে এগুলোই অনেক মিস করি!

Language: English