@roy_shuvo00

noSHTo CHELE shuVo

Ask @roy_shuvo00

Sort by:

LatestTop

Suggest me your favourite songs?

AbantyIslam’s Profile PhotoMiss Elizabeth Bennett
আরও আছে…… অনেক।
তবে একটা কথা বলে রাখি গানগুলো কিন্তু সাইকো ডিজঅর্ডার রোগীদের জন্য বিলবোর্ড টপচার্ট।
সেরকম না হলে এগুলো না শোনাই ভাল!!!!
Suggest me your favourite songs

People you may like

Asifkhangandapur’s Profile Photo doctor x
also likes
Want to make more friends? Try this: Tell us what you like and find people with the same interests. Try this: + add more interests + add your interests

আর কতদিন লেখাপড়া?

FaisalBinSheraz’s Profile PhotoFaisal Bin Sheraz
চাকরি পাওয়ার জন্য অন্তত ১.৫ বছর এন্ড then চাকরি না হলে/পেলে আরও ১ বছর।
এরপর ফাইনালি #সেইদিন, যেদিন চিরতরে #লেখাপড়া নামক শৈশব-কৈশর নষ্টকারী ভাইরাস, হাড়ভাঙা বহনকারী পাপ(কথাটা জাস্ট আমার জন্য) থেকে শুভমুক্তি। :)

সময় শীতকাল আপনি পুকুর পাড়ে বসে আছেন । এখন আমি যদি আপনাকে লাথি মেরে পুকুরে ফেলে দেই , আপনি কি ব্যাথা পাবেন নাকি ঠান্ডা লাগবে ? ???

Shopnil_niloy’s Profile PhotoHasibul Alam Niloy
পুকুরের পানি যদি বুক সমান হয় তাহলে জানতেও পারব আর জানাতেও পারব। ???

What one thing do you really want but can’t afford?

FarzanaAhsan869’s Profile PhotoFarzana Ananya
অনেক আগে যখন ফেসবুক চালাতাম তখন favourite quotes এর ১ম quote টা ছিল এরকম- "ইচ্ছে ছিল দারিদ্র্যের মাঝে নিজেকে বিলিয়ে দরিদ্রের সেবা করব। কিন্তু হলনা। কেননা আমিই বর্তমানে সবচেয়ে গরীব।"

Will you still love someone who doesn't value your words??? #staif

৩ মাস আগের প্রশ্ন, কিন্তু অনেক প্রশ্নের আড়ালে সুন্দর প্রশ্নটা আজ-ই চোখে পড়ল। ভাগ্যিস উত্তর করার মত আর প্রশ্ন পাচ্ছিলাম না বলে কোয়েশ্চেন বক্সে ঘাটাঘাটি করতেছিলাম।
আসলে ব্যক্তি আর তার মনের অবস্থা ভেদে উত্তর অনেক হবে, তবে আমার কাছে হ্যাঁ, তাকেও ভালোবাসি যার কাছে শুধু আমার কথাই নয় আমিও মূল্যহীন।
সবার ক্ষেত্রে নয়, কিন্তু কারোর কাছে "সে" শব্দটি হল সূর্যের মত, যেটা প্রতিনিয়ত তার মনে জ্বলজ্বল করছে, জীবনটা দিনের মত আলোকিত করছে। কখনো কোনকালে সে দূরে চলে গিয়েছিল ঠিকই, "সে" আজ তার মনে সূর্য হয়ে নেই ঠিকই কিন্তু এক বিন্দু মিটমিট তারা হয়ে অবশ্যই থাকবে।
জীবনের হাজারো ব্যস্ততার ভীড়ে সে হয়ত কিছু সময়ের জন্য আড়াল হবে ঠিকই কিন্তু রাতের মত তার জীবন যখন কখনো না কখনো অন্ধকারে আচ্ছন্ন হবে তখন ঠিকই সেই "সে" তারাটি মিটমিট করে তার হৃদয়ে জ্বলে উঠবে।
তাই আমার মতে, ভালোবাসা না বলাই হোক, অনেক দূরেই চলে যাক, আর ভুলেই যাক না কেন "ভালোবাসি আর তাই ভালোবেসে যাই।"

View more

There's always time for a first. . . What was the last thing you did for the first time? (selective)

https://ask.fm/roy_shuvo00/answer/141959595982
প্রশ্নটা অনেকদিন আগের করা। বরাবরই মেয়েটা এমন কঠিন প্রশ্ন করে যার উত্তর দিতেই আসলে এত সময় লেগে যায়।? মাঝেবাঝে ভাবি এই কঠিনটাইপের প্রশ্নগুলা ও যে কোথা থেকে পায়!!! যাই হোক এরকম কিছুই তো মনে আসছে না যা শেষ বারের মত জীবনে ১ম বারের জন্য ছিল।???

- ভাবতেছি চিরতরের জন্য ফেবু অফ করে দিবো ?? - আগে সবাই এখানে খোজ নিতো এখন এখানে কেউ নেয় না?? - I missed that thing </3

FariaSaba’s Profile Photoমিরিন্ডালা✌
-আমিও তাই করছি। ২০১৫ সালের ২মে পার্মানেন্টলি ডিলিট করে ফেবু থেকে চিরতরে বিদায় নিসি??
-সহমত, এখন এখানে কেউ আর আগের মত খোঁজ রাখেনা। বলতে গেলে তাদের এক্টিভিটিই নেই??
-I missed that thing too >/3

https://ask.fm/roy_shuvo00/answers/144639940814 tomar handwriting toh onek shundor! :)

Humaira_Shabnam’s Profile PhotoShabnam
হুমহুমহুম....... তাই না???? সবই ঐ লাইনটানা বাংলা খাতার দোয়া, নইলে লেখা শুরু তো হইত বাংলাদেশে আর শেষটা আমেরিকায়। যাই হোক, ধন্যবাদ।

noSHTo CHELE shuVo (@roy_shuvo00) er jonno dare: "noSHTo CHELE shuVo" na, "bhODRo CHELE shuVo" hoye ekta selfie dao. :D

Humaira_Shabnam’s Profile PhotoShabnam
যে ফোন দিয়ে ছবিটা তুলছি সেটারও ক্যামেরা কোয়ালিটি খারাপ।
ভালো ক্যামেরা না হলে তো ছবি ভালো লাগবে না, আর ভালো না লাগলে ভালো ভালো ছেলেও দেখাবে না!!!!!!!!???
noSHTo CHELE shuVo royshuvo00 er jonno dare
noSHTo CHELE shuVo na bhODRo CHELE

গেবন তামা তামা হই গেলে তো আর কিছু করার নাই, ভাই। তামা নিয়েই পরে থাকতে হবে। দোয়া করবেন। সামনে এডমিশন :|

erasana’s Profile PhotoMorsana Ahmed
পথে বেরুলে "মামা", আস্কে এলে "ভাই"। মনে করতে পারছি না কখন কবে যে আস্কে কাউকে "বোন" বলেছিলাম........
যাই হোক, দোয়া করলাম?, এডমিশন যদিও সব ভার্সিটির শ্যাস। কিন্তু কি করব....... ফ্রীর "দোয়া" এরকম ই হয়।?
আর হ্যাঁ, ধাতুময় জীবনে তামাটাও খারাপ না, মান কম হলেও ধাতুই তো।
আমার লাইফটা হিলিয়াম হাইড্রজেনের মিশ্রন, নামেই শুধু পর্যায় সারনীর ১ম, শুধু জ্বলেই শেষ।

What's one thing you love to do as a grown up but used to hate it when you were a kid?

FarzanaAhsan869’s Profile PhotoFarzana Ananya
প্রশ্নের উত্তরটা উলটো দিলাম। আসলে ছোটবেলায় সবই ভাল লাগত।
ক্লাস টু তে পড়তে একটা সাইকেল পেয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য। সেই সাইকেলে রোজ ঘুরতে বের হতাম। কখনো কখনো অনেক দূরেও চলে যেতাম। এখন আর ঘোরাঘুরি ভালো লাগেনা। বলতে গেলে বিরক্ত এটার প্রতি। আর সাইকেল!!! সেটা যে কত বছর ধরে চালানো হয়না........

What's your favorite street food?

FarzanaAhsan869’s Profile PhotoFarzana Ananya
প্রায়ই খাওয়া হয় এমন স্ট্রিট ফুডের মধ্যে ঝালমুড়ি কিংবা যেকোন ভাজা সবজি চপ। তাই এগুলিই প্রিয় বেশি।

মানুষ প্রতিনিয়ত , প্রতিদিন কিছু না কিছু শিখে থাকে কোন কিছু অর্জন করে । সাম্প্রতিক সময়ে আপনি কী কিছু অর্জন করেছেন ?

Shopnil_niloy’s Profile PhotoHasibul Alam Niloy
জীবনের পরাজয়। প্রতিনিয়ত এটাই অর্জন করতে শিখেছি।
আর দেখছি, দুঃখের দহনে করুণ রোদনে কিভাবে তিলে তিলে জীবনটার ক্ষয় হচ্ছে।

Do you have any strange Phobias??

AfridyMohammadAbir’s Profile PhotoAfridy Mohammad Abir
https://ask.fm/roy_shuvo00/answer/142523200718
আরও আছে যেমন →→ Astrophobia(বজ্রপাতের ভয়), Acousticophobia(শব্দভীতি), Decidophobia(সিদ্ধান্থীনতার ভয়),
Androphobia(কিছু মানুষের প্রতি ভীতি),
Anthrophobia(সামাজিক ভীতি),
***Disposophobia(কোনকিছু হারানোর ভয়)
আরও আছে হয়তো বা.........।

কেমন আছেন? সমস্যা সমাধান হইছে?

FaisalBinSheraz’s Profile PhotoFaisal Bin Sheraz
আমার কেমন থাকাটা ২ ধরণের হয়ে থাকে। একটা হল নাগরিক ভীড়ের পারিপাশ্বিক অবস্থায় ভালো থাকা, হাসি-খুশি ভাবভঙ্গি রাখা কিংবা "ভালো" শব্দটার অভিনয় করা।
আর আরেকটা আছে, যেটা অনেক গভীরের অবস্থা। ওটা নিয়ে তেমন থাকিনা, ওটার খেয়ালও রাখিনা, কেমন আছে সেটাও খুব একটা ভাবিনা। ওটার সামনে অভিনয়ও করতে পারিনা। সবার থেকে গোপনেই সেটাকে রাখি।
আর কারন হল তারও একটা রূপ আছে, যেটা সূর্যের মত জ্বলন্ত। তার মধ্যে ঐসব বাইরের অবস্থার কোন মূল্য নেই। যেটাই আসুক...... তুচ্ছ। তার দেখানোটা সর্বদা জ্বলজ্বল। দুঃখ-কষ্ট দিয়েই সেটার ইঞ্জিন চলে।
আর তার দিকে মুখ চেয়ে ঘুরতে থাকে হাজারো সমস্যা। যখন যেটার সময় আসে সেটা জীবনের টানে তার কাছে এসে আবার দূরে চলে যায় হয়ত বা নতুন কোন এর প্রভাবে/আবার নতুন করে ঘুরেফিরে আসতে।
ব্যাস এভাবেই চলছে মহাকর্ষীয় জীবন।

কখনো কি ইচ্ছে হয় সবকিছু ছেড়েছুড়ে কোথাও চলে যেতে? ?

ইচ্ছে তো খুবই হয় আর করেছিলামও কিন্তু পারিনে। কারন অকারনে বারবার ফিরে আসি। ৬ বারের মত সবকিছু ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু হয়ত সবকিছু আমাকে ছাড়েনি, তাই ফিরে আসা। হয়ত বা এই সবকিছু আর আপনজনের দ্যা এন্ড না হওয়া পর্যন্ত আর সম্ভব নয়।
তবে হ্যাঁ হারিয়ে যেতে চাই দূর, বহুদূরের প্রান্তে। মিশে যেতে চাই সবার গোপনে, থাকতে চাই সবার আড়ালে।

Next

Language: English