@fahichimtiazrich

Fahich Imtiaz Rich

একজন কে খুব ভালোলাগে।ভালো বন্ধু হয়ে গেছে, জানে যে আমি একজন কে পছন্দ করি কিন্তু তার পেছনে মানুষের অভাব নাই। কথা হইলে জিজ্ঞেস করে কাকে ভাল্লাগে, বলতেও পারিনা যদি বন্ধুত্বটাও শেষ হয়ে যায়। তার জন্য জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটাও নিয়েছি, বেশ সফলও হয়েছি, কিন্তু মনে হয় তাকে না পাইলে এসবের কোন মানেই হয়না।

Oh

What others replied to:

একজন কে খুব ভালোলাগে।ভালো বন্ধু হয়ে গেছে, জানে যে আমি একজন কে পছন্দ করি কিন্তু তার পেছনে মানুষের অভাব নাই। কথা হইলে জিজ্ঞেস করে কাকে ভাল্লাগে, বলতেও পারিনা যদি বন্ধুত্বটাও শেষ হয়ে যায়। তার জন্য জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটাও নিয়েছি, বেশ সফলও হয়েছি, কিন্তু মনে হয় তাকে না পাইলে এসবের কোন মানেই হয়না।

show all (14)

বলে দেন। যা হবার হবেই। আর "ভাল লাগা" সময়ের সাথে ঠিক হয়ে যাবে। বাট তাকে না পাইলে ব্লা ব্লা... -_- প্লিজ গ্রো আপ !!
সময় থাকতে বলে ফেলেন। নাহলে আজীবন শুধু দীর্ঘনিঃশ্বাসই ফেলবেন। এমনটাও হতে পারে সে আপনার বলার অপেক্ষায় আছে। যদি নাও থাকে তবুও রিস্ক কম কিন্তু যদি বলতে দেরি করে ফেলেন তখন আম আর ছালা দুটো একসাথেই হারাবেন।
যদি মন থেকে ভালোবাসো তাহলে বলে দাও. সত্যিকারের বন্ধু হলে কখনোই বন্ধুত্বের সম্পর্ক ভাঙবেনা...আর যদি ভেঙেই যায় তাহলে সামনে আগাবার মানসিকতা তৈরি করো... কারণ এক তরফা ভালোবাসায় শুধু কষ্ট দেয়...আর জীবন তো একটাই...এই একটা জীবন কে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? যদিও বলতে সোজা.. তবে কিছুই করার নেই❤️
আপনি এখন নদীর মাঝখানে এক নৌকায় আছেন এখন কোন পাড়ে যাবেন সেটা আপনার ইচ্ছা | নদীতে ডুবে মরার চাইতে যে কোন একপাড়ে উঠে যাওয়াই ভাল | মনের কথা বলে দেন যা হবার হবে | কিন্তু বললে সেটা তার সামনে দাড়িয়ে বলবেন, ম্যাসেজ বা সোস্যাল মিডিয়ার মাধ্যমে নাহ |

Language: English